কক্সবাজারে সমুদ্রে ভেসে যাওয়া পর্যটক উদ্ধার!

ইমরান আল মাহমুদ:
ঈদকে সামনে রেখে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদের চারদিন পূর্ণ হলেও এখনো পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার দায়িত্বে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশের টিম। পাশাপাশি সৈকতে গোসলে নেমে আনন্দ উপভোগ করার সময় ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে সার্বক্ষণিক তদারকিতে রয়েছে সী সেইফ লাইফ গার্ড সদস্যরা।

লাখো পর্যটকের আনন্দ উপভোগে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে,মঙ্গলবার উত্তাল ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে নামার সময় ভেসে যাচ্ছিলো পর্যটক ইমরান। মুহুর্তে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতিতে সী সেইফ লাইফ গার্ড সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়। ভেসে যাওয়ার সময় উদ্ধার হওয়া পর্যটক ইমরানের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমদাইল গ্রামে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, পর্যটক ইমরান সাগরে নামার সময় ভেসে যাচ্ছিলো। তাৎক্ষণিক তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে সুস্থ আছেন। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুন। বর্তমানে সাগর উত্তাল রয়েছে।