সারাদেশে বিক্ষোভ করবে ইসলামি আন্দোলন

কক্সবাজার জার্নাল ডেস্ক:
বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতের আগে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে তিনি বলেন,‘ বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। আমরা ইসলামকে বিজয়ী করার মাধ্যমে দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য উপস্থাপন করতে চাই।’

পাঠ্যপুস্তক নিয়ে তিনি বলেন, ‘অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিবর্তনবাদসহ অসঙ্গতিতে ভরা পাঠ্য সিলেবাসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। এমন পাঠ্যসিলেবাস ৯২ ভাগ মুসলমানের দেশে চলতে দেওয়া যায় না। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ এবং অসঙ্গতিপূর্ণ পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে ২৫ ফেব্রুয়ারি সারাদেশে থানায় থানায় বিক্ষোভ করা হবে।’

গত ১৫ ফেব্রুয়ারি বাদ জোহর চোরমানাই মাহফিল শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হয় তিন দিনের বার্ষিক মাহফিল।
বাংলা ট্রিবিউন