সোনাইছড়িতে ফুটবল খেলা বিতর্কে পিটিয়ে যুবক হত‌্যা

আবদুল হামিদ ◑
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে খেলা নিয়ে বিতর্কে মংলহ্লা ওয়াই মারমা (২৬) নামের যুবকে পিটিয়ে হত‌্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯জুন) সন্ধ‌্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ায় ঘটনাটি ঘটেছে।

নিহত ওই যুবক ওই গ্রামের সাফাই অং মারমার ছেলে।

জানা গেছে, সোনাইছড়ির লামারপাড়া গ্রামে প্রতিদিন ফুটবল খেলায় অংশ নিয়ে থাকে স্থানীয় যুবকরা। শুক্রবার বিকেলে খেলা চলাকালীন অবস্থায় স্থানীয় যুবক মংহ্লা ওয়াই মারমা মাতাল অবস্থায় খেলায় অংশ নিতে চাইলে একই গ্রামের যুবক চসামং মারমা তাকে খেলায় তুলতে অপারগতা প্রকাশ করে। এসময় তাদের মধ‌্যে তর্কাতর্কি হলেও খেলা শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।

কিন্তু মংহ্লা ওয়াই বিকেলে আবারো হাতে লাঠি নিয়ে সাফাই অং মারমার বাড়িতে গিয়ে পুনরায় বিবাদে জড়িয়ে পড়েন। এসময় একে অপরের মধ‌্যে তর্কাতর্কির এক পর্যায়ে মংহ্লা ওয়াই মারমার হাতে থাকা লাঠি ছিনিয়ে নিয়ে সাফাই অং মারমা স্বজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মংহ্লা ওয়াই।

পরে অভিযান চালিয়ে সাফাই অং মারমা (২৫)কে আটক করেছে পুলিশ। সে লামার পাড়া গ্রামের মংহ্লাছা মারমার ছেলে।

এদিকে ঘটনারপর শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনার পর ময়না তদন্তের জন‌্য লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত যুবকে আটক করা হয়েছে।

শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।