সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক •

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে তিনি নিহত হন। বৃহস্পতিবার নিহতের ফুফাত ভাই ও নাসিরনগর সদরের বাসিন্দা ব্যবসায়ী শরিফুজ্জামান চৌধুরী সুমন এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলামে রেজার বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা ইউনুসুর রহমান ছেলে। তিনি কোরআনে হাফেজ ছিলেন। সৌদি আরবে একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে চাকরির পাশাপাশি অবসর সময়ে গাড়ি চালাতেন রেজা। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন।

ঘটনা সম্পর্কে নিহতের ফুফাত ভাই সুমন জানান, গত ছয় বছর আগে তার ফুফাতো ভাই সাইফুল ইসলাম রেজা সৌদি আরবে যান। সেখানে তিনি ও তার ছোট ভাই বসবাস করতেন। গত কিছুদিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ পালনের কথা ছিল। পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ হজ পালন করার জন্যে পবিত্র নগরী মক্কায় যাওয়ার জন্য দাম্মাম থেকে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন সাইফুল। পথে মরুভূমির নারিয়া এলাকায় তার মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িটিতে আগুন লেগে যায়। পরে পুলিশ এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, বাসার সবাই রেজার আসতে দেরি দেখে তার মোবাইলে ফোন দেন। এ সময় হাসপাতালের অপরিচিত একজন জানান, সাইফুল ইসলাম রেজা সড়ক দুর্ঘটনা মারা গেছেন।

নিহত সাইফুল ইসলাম রেজা নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। তার দুই ভাই ও তিন বোন রয়েছেন। পরিবারের সবাই সৌদি আরবে অবস্থান করায় লাশ সেখানেই দাফন করা হবে।