স্বদেশকে নিয়ে এম.এ সাইফুল ইসলামের কবিতা

লক্ষ ভাই-বোনের রক্তে অর্জিত
লাল সবুজের এই বাংলাদেশে
স্বাধীন হয়ে পরাধীন ভাবে আছি
আমার প্রাণের স্বদেশ বাংলার।

ভোরের সূর্য উঠে ধর্ষিতা শিশুর রক্তে
বিলাপে নগর জাগে পাগলির জন্মদানে
কোথাও মিলেনা ধর্ষণকারীর পরিচয়
এই সব দেখতে হয় স্বদেশ বাংলায়।

দিনের ব্যবধানে ফকির হয় সম্রাট
নেতার সিন্দু ভর্তি টাকা আর স্বর্ণে
সবকিছু হলো আজ তাদের অধীনে
আমার প্রাণের স্বদেশ বাংলায়।

সিন্ডিকেট ব্যবসা করে দেশে আজ
জনগণের নাগালের বাইরে গেল পণ্য
দেশের টাকা লুট করতে সবাই ব্যস্ত
আমার প্রাণের স্বদেশ বাংলায়।

শিক্ষিত পন্ডিত মার্জিত ব্যক্তির মুখোশে
আমজনতাকে করে রেখেছে জিম্মি
যেখানে বসে গেছে হনুমানের দল
আমার প্রাণের স্বদেশ বাংলায়।

লেখক…
এম.এ সাইফুল ইসলাম 
উখিয়া, কক্সবাজার।
মোবাইল: ০১৭১৪১১৯০০০
ইমেইল: mdsaifulcox87@gmail.com