নাইক্ষ্যংছড়িতে ৮ মণ সুপারি জব্দ!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •

পার্বত্য নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রথম বারের মতো ৮ মণ (৩২০ কে.জি) মিয়ানমারের শুকনো সুপারি জব্দ করেছে ১১ বিজিবি।

বুধবার (২৪ মে) দুপুর ২ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরের বামহাতিরছড়া নামক এলাকা থেকে এসব পণ্য জব্দ করেন তারা।
সূত্র আরো নিশ্চিত করে বলেছে, মালিক বিহীন এ বার্মিজ পণ্য ব্যাটালিয়ন সদরে পরবর্তী কার্যক্রমের জন্যি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, চোরাকারবারীরা এ সীমান্ত পয়েন্ট দিয়ে অন্যান্য পণ্য পাচার করে আসছিল এতো দিন। যা বিজিবির জালে আটকা পড়ে বারবার।

যার মধ্যে রয়েছে ইয়াবা, গরু, মহিষ ও অন্যান্য পণ্য। এরই মধ্যে বুধবার জব্দ করে ৮ মণ বার্মিজ সুপারী। ধারণা করা হচ্ছে সামনে কুরবানীর ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা নতুন নতুন পণ্য আমদানীতে মনোযোগী হয়ে উঠে।
যা চড়া দামে বিক্রি করার জন্যম নিয়ে এসেছিল তারা। কিন্তু স্থানীয় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কারবারী দলটি।