রোহিঙ্গা সন্ত্রাসীর রক্তাক্ত লাশ মিলল মাঠের পাশে!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে রোহিঙ্গা যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের অন্যতম সদস্য বলে জানা গেছে। উদ্ধার হওয়া মৃতদেহের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তথ্য নিয়ে আরো জানা যায়, ২৩ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ১০ টার দিকে অত্র উপজেলার হ্নীলা হোয়াকিয়া পাড়া ঈদগাহ মাঠের দেওয়ালের পূর্বপাশে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারদিকে হৈ চৈ পড়ে যায়।

বিষয়টি চৌকিদার দফাদারেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে অবহিত করলে তিনি টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেয়। নিহত যুবক নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের ই-ব্লকের ৯৭২নং শেডের ৩নং রুমের বাসিন্দা করিম উল্লাহর পুত্র মো. হাশিম (২০) ওরফে খরইগ্যা বলে সনাক্ত করা হয়।

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,সকালে চৌকিদার-দফাদারের মাধ্যমে একটি অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পাওয়ার বিষয়টি অবগত হওয়ার পর টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে অবহিত করি।

তিনি আরো বলেন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা অবাধে ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয় যুবকদের টার্গেট করে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য করে আসছে। পাশাপাশি টাকার বিনিময়ে মানুষ হত্যা, যানবাহনে ছিনতাই করে মারধরের ঘটনা ঘটিয়ে আসছে।তিনি অত্র এলাকার শান্তি-শৃংখলার স্বার্থে এসব অপরাধ দমনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তাও কামনা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল আলিম জানান,পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে নিহত যুবক ডাকাত সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে সঠিক তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের আইনের আওতাই নিয়ে আসা হবে।