টেকনাফের চেকপোস্টে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফের শীলখালি চেকপোস্টে তল্লাশি অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. বেলাল উদ্দিন (২৪) নামে এক চালককে আটক করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী অস্থায়ী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।

পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি সন্দেহজনক হওয়ায় তাকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেটকারের সামনের অংশের বাম পাশের চাকার মার্টগার্টের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও, অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটককৃত চালক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. বেলাল উদ্দিন (২৪)।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং প্রাইভেটকারসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।