এমপির হাম আনি দ’ন, আঁরার হাম বিলায় দ’ন: বদি

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


মৎস্য প্রজননের কারণে দীর্ঘ ৬৫ দিন সাগরে মাছ শিকার বন্ধ ঘোষনা করেছে সরকার। এতে সাগরে মাছ শিকার করে পরিবারের জীবিকা নির্বাহ করা জেলেরা পড়েছে বিপাকে।

এদিকে জেলে পরিবার গুলোর জিবীকা নির্বাহ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে প্রতিটি জেলে পরিবারের জন্য ৬৫ কেজি করে চাউল বরাদ্দ করা হয়।

২৯ মে (সোমবার) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ২৭ শত জেলে পরিবারের মাঝে ৫৬ কেজি চাউল বিতরণ করার জন্য এক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
চাউল বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন৷ অত্র ইউনিয়নের মেম্বারগণ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি জেলেদের উর্দ্দেশ্যে বলেন এমপির কাজ হচ্ছে সংসদে বসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে আদায় করে নিয়ে আসা আমাদের কাজ হচ্ছে তোমাদের মাঝে বন্টন করা।

“এমপির হাম আনি দন, আঁরার হাম বিলায় দন” শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তত দিন এই ভাবে বস্তা বস্তা চাউল আসতেই থাকবে।
পরিশেষে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান তিনি।