ইমরান আল মাহমুদ,কক্সবাজার জার্নাল:
উখিয়ার তিনশো শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উদ্যোগে মোবাইল ট্যাবলেট বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার(২১ জুন) দুপুরে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিটন পাল।
বক্তারা বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থায় স্মার্টফোনের ব্যবহারে শিক্ষার্থীরা তাদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে আরও কাজে লাগাতে পারবে। শিক্ষাব্যবস্থাকে সহজ করার লক্ষ্যে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন,মাধ্যমিক শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস সহ সব দপ্তরসমূহ বদ্ধপরিকর। শিক্ষার্থীরা তাদের পড়ালেখাকে আরও কাজে লাগাতে পারবে মোবাইল ট্যাব ব্যবহারের মাধ্যমে।”
এদিকে, মোবাইল ট্যাব পাওয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ কবির মাহির ও শাবনুর সাজ ইস্পী বলেন,”আমরা মোবাইল ট্যাব পেয়ে অনেক খুশি। এ ট্যাব ব্যবহার করে আমরা নিজেদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাবো। অনলাইন ক্লাস, যেকোনো শিক্ষা বিষয়ক তথ্য সহজে পেতে ট্যাবটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমাদের মাঝে মোবাইল ট্যাবলেট প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সঠিক কাজে এটি ব্যবহারের মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে, ৩শ ৬ জন শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলমের প্রতি ধন্যবাদ জানানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-