উখিয়ায় যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাল!

প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়ার ইনানী ৩৩ কেভি লাইনের ঝুঁকিপূর্ণ একটি বড় গাছ কাঁটার জন্য আগামীকাল (৭ আগষ্ট) বুধবার জালিয়াপালং ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার রাতে উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জালিয়াপালং ইউনিয়নের (ইনানী, শফির বিল সহ মনখালী সংশ্লিষ্ট এলাকায়) ঝুঁকিপূর্ণ একটি বড় গাছ কাঁটার জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।