মরিচ্যা চেকপোষ্টে ৫ কোটি টাকার আইসসহ যুবক আটক

নুর মোহাম্মদ :

রামুর আওতাধীন মরিচ‌্যা বিজিবি চেকপোস্টে বিশেষ টহলদল কর্তৃক এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার(২০ আগষ্ট) আনুমানিক সাড়ে ১০ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি ইজি বাইক তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা করে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী আসামী উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বক্তাতলী এলাকার ছালেহ আহমেদের পুত্র রিদুয়ান (১৮) বলে নিশ্চিত করেছেন বিজিবি। আর উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল‌্য ৫ কোটি টাকা বলে জানা গেছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র সুত্রে জানা যায়, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে এই প্রতিবেদককে জানান।