ছেড়ে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

ডেস্ক রিপোর্ট :

খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট। আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া শুরু হয়েছে। প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের জলকপাটগুলো খুলে দেওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ রোববার সকালে গেটগুলো খোলা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কতৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত সময়ে গেট খোলার জন্যই তারা গিয়েছিলেন। সেখানে পানির প্রবাহ কম থাকায় এবং রাতের যেকোনো পরিস্থিতি এড়াতে তারা সকাল ৮টায় গেটগুলো খোলার সিদ্ধান্ত নেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৬টি গেট ছয় ইঞ্চি করেই খোলা হয়েছে। তবে, পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটর খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।