বার্তা পরিবেশক :
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গোরাইয়ারদ্বীপ এলাকা থেকে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার আবুল আলা, বেলাল উদ্দিন সহ অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোরাইয়ারদ্বীপ এলাকার রাস্তার থেকে অপহরণের শিকার হন কাজল মনি রেখা নামের এ কিশোরী। এ ঘটনায় কাজলের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলো,”মরিচ্যা গোরাইয়ারদ্বীপ এলাকার ফরিদুল আলমের ছেলে আবুল আলা(২২) ও আলী আকবরের ছেলে বেলাল উদ্দিন(৪০)। এ ঘটনায় অজ্ঞাত অভিযুক্ত হিসেবে ৩জন রয়েছে বলে উল্লেখ করা হয়।”
অভিযোগ সূত্রে জানা যায়,”গত ১৪ সেপ্টেম্বর হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা গোরাইয়ারদ্বীপ রাস্তা থেকে জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে কাজল মনি রেখাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা।”
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন বলেন,” এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-