কক্সবাজারে সাবেক হুইপ কমলের সহযোগী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :

সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের সহযোগী ও গণ–আন্দোলনে ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা–নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ কাশেমের ছেলে।

র‌্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি সাদ্দাম হোসেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র‌্যাবের গোয়েন্দারা।

তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।