উখিয়ায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ:


যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার, ছাত্র প্রতিনিধি, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টির উপজেলা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন।গত জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করার বিষয়ে জোর দাবি জানান বক্তারা। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বৈষম্যমূলক দিবস উদযাপনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পরবর্তী যেকোনো জাতীয় দিবসে বৈষম্য দূরীকরণের আহবান জানান বক্তারা।

আরও খবর