হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগ রাফির

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। এতে বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার সময় তারা অন্য একটি গাড়িতে থাকায় সবাই সুস্থ আছেন।

বুধবার (২৭শে নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

এরপর ব্যাক্তিগত ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি লিখেছেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করার পাশাপাশি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর