কক্সবাজারে সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি :

সিএনজি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সকাল ১০ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপিস্থ মৌলভী পাড়া- ফাঁসিয়াখালী উঁচু ব্রিজ নামক স্থান থেকে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি নাম্বারবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ৩ ওয়ার্ডের মুন্সিখিল এলাকার আমির হোসেনের পুত্র কাইসার হামিদ (৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ি উত্তর রাজঘাট এলাকার আবু তাহেরের পুত্র মোঃ রুস্তম (২২) ও একই এলাকার আবদু জলিলের পুত্র মোক্তার হোসেন (৪০)।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় চোরাইকৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। ঘটনার প্রেক্ষিতে পেকুয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও খবর