উখিয়ায় আরও এক আ’লীগ নেতা গ্রেফতার

বার্তা পরিবেশক :

সারাদেশে চলমান অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় আরও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা হলেন, জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চোয়াংখালীর বাসিন্দা শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম । তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, “অপারেশন ডেভিল হান্টে আরও একজনকে আটক করা হয়েছে।  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর