কক্সবাজার অফিস :
ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, রহমত উল্লাহ কক্সবাজারে যোগদান করার পর একেরপর এক বিতর্কিত কর্মকাণ্ড করে আসছিল। যার কারণে চরমভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয় পুলিশের।
######
তাহজীবুল আনাম
কক্সবাজার।
০১৮৩৬০৩২৪৫৬
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-