
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমির গাছ কাটার মহোৎসব চলছে। সুযোগ বুঝে রাতের আঁধারে বাগানের গাছ কেটে পাচার করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। বনবিভাগ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে, থাইংখালী রহমতের বিল এলাকার রশিদ আহমদের ছেলে শামসুল আলম ও চোরাইখোলা এলাকার শহর মুল্লুকের ছেলে আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিয়ত পাচার হচ্ছে শত শত ঘনফুট কাঠ। এ সিন্ডিকেটের আরও ৪ থেকে ৫জন সহযোগী রয়েছে বলে জানা যায়।
অবৈধভাবে সংরক্ষিত বনভূমি ধ্বংস করে গাছ কেটে পাচারের বিষয়টি নজরে আসে বনবিভাগের। বুধবার(১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বটতলী – মোছারখোলা সড়কে বটতলী ব্রীজ এলাকা থেকে জব্দ করা হয় কাঠভর্তি একটি ড্রাম ট্রাক( ড্রাম্পার)। অভিযানের সত্যতা নিশ্চিত করে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ কক্সবাজার জার্নাল কে জানান,” গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমির গাছ কেটে পাচারের সময় অভিযান পরিচালনা করে ৮০ ঘনফুট বিভিন্ন প্রজাতির বনজ কাঠ সহ একটি ডাম্পার জব্দ করা হয়েছে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম কক্সবাজার জার্নাল কে জানান,”অবৈধভাবে সংরক্ষিত বনভূমিতে প্রবেশ করে গাছ কেটে পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-