নিজস্ব প্রতিবেদক- কক্সবাজারের উখিয়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবদুস সালাম মধু (৩৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া এলাকার হাজি নুরুল ইসলাম ওরফে গাছ কালুর ছেলে। ২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের করা একটি চেক প্রতারণা মামলায় সম্প্রতি তাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত।
উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবদুস সালাম মধুকে কোটবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা রয়েছে। মামলায় পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-