উখিয়ার মানব পাচারকারী বেলাল পুলিশের হাতে আটক

শ.ম.গফুর,উখিয়া
কক্সবাজারের উখিয়ার উপকুলীয় এলাকার শীর্ষ মানবপাচারকারী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের বদিউল আলমের ছেলে বেলাল উদ্দিন প্রকাশ লম্বা বেলাল অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে।

বুধবার ভোর রাতে উখিয়া থানা পুলিশের সহকারী উপ- পরিদর্শক দিদারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, মানবপাচার মামলার আসামী বেলালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তাকে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।