উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সহায়তা প্রকল্প ও ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার ফাস্ট সেক্রেটারি

কক্সবাজার জার্নাল ::

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ অস্ট্রেলিয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ও প্রতিনিধিদল।

১১ ডিসেম্বর সোমবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া বিভিন্ন সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করেন। পরে অস্ট্রেলিয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ও প্রতিনিধিদল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন অস্ট্রোলীয় ডলার সহায়তা দিয়েছে।