গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
কক্সবাজারের টেকনাফে ২ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ লাশ দুটি রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর। তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে। নিহতরা হলেন- ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজীর ছেলে আব্দুল্লাহ (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ দুটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার কর। দুইজনই মাদক ব্যবসায়ী। ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-