![](http://coxsbazarjournal.com/wp-content/uploads/2019/01/49898243_766633763695047_1504086736626515968_n.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি : উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মোক্তার আহমদের ছেলে মাহমুদ (২২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
ক্যান্সার আক্রান্ত মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অথচ পেশায় সিএনজি ড্রাইভার হওয়ায় তার পক্ষ্যে ঢাকায় চিকিৎসা নেওয়া অসম্ভব।
মাহমুদের এই কঠিন সময়ে সকল আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীদের নিকট আকুল আবেদন তার পাশে দাঁড়ানোর, তাকে বাঁচানোর।
কেননা আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তার পাশ দাঁড়ালে মাহমুদ সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। তাছাড়া সবাইকে মনে করিয়ে দিতে চাই, মহান আল্লাহকে ভালোবাসতে চাইলে সর্বপ্রথম মানুষকে ভালোবাসুন।
সহানুভূতির পাঠানোর জন্য যোগাযোগ করুন-
সোহেল- 01819-009104
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-