মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান)
আলীকদমে মোঃ সেলিম (২৮) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার এই সাজা প্রদান করেন।
সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টা আলীকদম থানার এসআই মতিউর রহমান ও এএসআই আব্দুল খালেকের নেতৃত্বে আলীকদম বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সেলিমকে আটক করা হয়। মোঃ সেলিম আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু এলাকার মোঃ লাল মিয়ার পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার বলেন, মাদক সেবনের অভিযোগে দোষী সাব্যস্থ করে মো. সেলিমকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর ১১ ধারায় এই সাজা প্রদান করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-