উখিয়া বালিভর্তি মিনি ট্রাক ও সরঞ্জাম আটক

জাহাঙ্গীর আলম, ইনানী ॥
কক্সবাজারের উখিয়ার মনখালী এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে বালি ভর্তি একটি মিনি ট্রাক (ডাম্পার) ও মাটি কাটার সরঞ্জাম আটক করেছে। শনিবার বিকাল ৪টায় মনখালী কোনাপাড়া পাহাড়ে মাটি কেটে পাচারের সময় আটক করা হয়।

জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জাধীন মনখালী বনবিটের অধীনে কোনাপাড়া পাহাড় থেকে মাটি কেটে অবৈধভাবে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

আরো জানা গেছে, হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিমের নেতৃত্বে একদল বনকর্মী মনখালীর কোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পাহাড়ের বালি ভর্তি মিনি ট্রাক (ডাম্পার) নং-চট্টমেট্টো- ৮৬৭৫ ও মাটি কাটার সরঞ্জামাদি আটক করেন। তবে চালক ও হেলফার পালিয়ে যান। আটক গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে।

এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম।