নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন শহর যুবলীগের মেধাবি যুবনেতা মাসুকুর রহমান বাবু।
সূত্রমতে, গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান স্বাক্ষরিত ০১৫.১৮.৫৮ নম্বর স্মারকে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নিকট প্রেরিত পত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে। মাসুকুর রহমান বাবু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য এবং সাবেক ছাত্রনেতা। পাশাপাশি শহরের বাজারঘাটা এলাকার বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আবদুল মাবুদ চৌধুরী পুত্র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ এবং কক্সবাজার জেলার যুব সমাজের অহংকার মাহাবুবুর রহমান চৌধুরী মাবু’র ছোট ভাই।
এদিকে যুবনেতা বাবুকে কক্সবাজার জেলা কারাগারের কারাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর এলাকার হরেক রকম ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ, সমাজ প্রতিনিধি, রাজনৈতিক অঙ্গনের সহপাঠিসহ অসংখ্য নানা পেশার মানুষ।
এব্যাপারে মাসুকুর রহমান বাবু বলেন, আমি বঙ্গবন্ধু আর্দশের একজন নিবেদিত সৈনিক এবং চার বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আর্দশের কর্মী। দলের সুসময়ে সর্বাক্ষনিক না থাকলে র্দুসময়ে রাজপথ ছেড়ে যায়নি। যেকারনে বর্তমান সময়ে এসে মূল্যায়িত হয়েছি। আমি (বাবু) এই টুকু বলব আমার মত একজন নগন্য কর্মীকে কারাপরির্দশের মত যে গুরু দায়িত্বে মূল্যায়ন করা হয়েছে তা আমার সততা ও দক্ষতা দিয়ে দল এবং দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাব। পাশাপাশি এই পদে আমাকে মূল্যায়িত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-