কক্সবাজার থেকে গাড়ি পরিবর্তন করে ঢাকায় ইয়াবা নেওয়ার চেষ্টা

চট্টগ্রাম – কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কয়েকটি গাড়ি পরিবর্তন করে ঢাকায় নেওয়ার কৌশল হাতে নিয়েছিল মো. ফারুক (৩৮) নামে এক যুবক। কয়েকটি গাড়ি পরিবর্তন করে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় অপেক্ষা করছিল আরেকটি গাড়ির জন্য। আর সেই মুহূর্তে পুলিশের হাতে আটক হন তিনি।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মইজ্যারটেক মোড় থেকে মো. ফারুককে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মো. ফারুক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পোতাজিয়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘মইজ্যারটেক এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল ফারুক। পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশী চালানো হয়। তার সঙ্গে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগে কাপড়ের ভেতর লুকানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

তিনি বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিতে কৌশল হিসেবে ফারুক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে লোকাল গাড়িতে করে এসেছে এবং এভাবে তিনি ঢাকায় যাচ্ছিলেন। মইজ্যারটেক মোড় থেকে লোকাল বাসে করে শাহ আমানত সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।’

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘ফারুককে কক্সবাজার থেকে আসার সময় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সন্দেহ করেননি তাই চট্টগ্রাম পর্যন্ত চলে আসতে পেরেছেন।’