নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- রামু উপজেলার মিঠাছড়ির সুলতান আহমদের ছেলে আয়ুব আলী (৩২) ও একই এলাকার গোলাম কবিরের ছেলে মো. জহির (২৬)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াবাসহ দুইজন বাস টার্মিনালে অবস্থান করেছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-