চট্টগ্রাম : ৩০ পারা কোরআনে হাফেজ। এ ছাড়া কওমি মাদরাসা থেকে এসএসসি সমমান পর্যন্ত পড়ালেখা করেছেন। মান্নানের ভাষ্য, ‘অভাবে পরে তিনি এখন খুচরা ইয়াবা ব্যবসায়ী।’
মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী মোড়ে আব্দুল মান্নান ইয়াবাসহ ধরা পড়েন পুলিশের হাতে। এসময় তার কাছ থেকে ৫৩০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘কওমি মাদরাসা থেকে পড়ালেখা শেষ করে নরসিংদী জেলার কাঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি গ্রামের মক্তবে শিশুদের আরবি পড়াতেন আব্দুল মান্নান। এর আগে শেষ করেন ৩০ পারা কোরআনের হেফজ। কিন্তু অভাবে পড়ে গত একবছর ধরে ইয়াবা পাচারে নেমেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘টেকনাফের আবদুল্লাহ নামের একজনের কাছ থেকে ইয়াবা নিয়ে আব্দুল মান্নান নরসিংদীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-