গাঁজা সেবনের সময় চবির আটক ৬ শিক্ষার্থী বহিষ্কার

চবি প্রতিনিধি :

গাঁজা সেবনের সময় আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপিতনারী কমিটির এক সভায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত অবস্থায় তাদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

বহিষ্কৃতরা হলেন- লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান সানি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আহসান।

এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের একটি কক্ষে গাঁজা সেবনের সময় তাদের আটক করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরবর্তীতে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।