কক্সবাজারে শিগগিরই হাইটেক পার্কের নির্মাণ শুরু হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক নির্মাণের কাজ শুরু হবে এবং ২০২১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। এতে প্রায় পাঁচ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার জেলার ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ।’

তিনি বলেন, ‘কক্সবাজার শহরকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে। এ লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। পর্যটন শহর কক্সবাজারকে বিশ্বে আরও পরিচিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সকাল ১১টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ‘ভাষা প্রশিক্ষণ ল্যাব’র শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য জাফর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বক্তব্য রাখেন। বাসস