চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলীর এজে চৌধুরী কলেজের সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার উখিয়া পালংখালী এলাকার নুর হোসেনের ছেলে মো. বেলাল (২০) একই উপজেলার পশ্চিম মরিচ্যার সৈয়দ নুরের ছেলে মো. হাশেম (২৪) বলে পুলিশ জানায়।
শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটের সময় উপজেলার কলেজবাজার আরাকান সড়ক হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, ধৃত দুই মাদক বিক্রেতার দেহ তল্লাশিকালে মো. বেলাল এর সোয়েটারের পকেট হতে ৩ হাজার পিস ইয়াবা এবং ধৃত মো. হাশেম এর প্যান্টের পকেট হতে ২ হাজার পিস হালকা গোলাপী বর্ণের ইয়াবা জব্দ করা হয়।’
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ইয়াবা গুলি কক্সবাজার হতে বিক্রয়ের উদ্দ্যেশে চট্টগ্রাম শহরে নিয়ে আসতেছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-