ফের ২২ মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি :

সাগরপথে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকায় দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ব্যাটালিয়নের সদরে রাখা হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা করে বিজিবি ও পুলিশ। এরমধ্যে ৩৮ জন রোহিঙ্গা নারী। তাদের বয়স ১৫-২০ এর মধ্যে। তাদের গভীর সমুদ্রে নোঙ্গর করা জাহাজে তুলে দেওয়া কথা ছিল। ওই দিন চার দালালকেও আটক করা হয়। তারা হলেন-কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ মহিবুল্লাহ (২০), মোহাম্মদ হুমায়ুন (১৮), মোহাম্মদ মামুন (১৮) ও উখিয়ার আব্দুল কাদের।

আরও খবর