নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্প থেকে মোহাম্মদ আলম (২২) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত আলমের বাড়ি মিয়ানমারের মংডু রাইম্ম্যাবিল গ্রামে। সে গত বছরের ১৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়।
উখিয়ার থানার আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুখালী ১৮ নম্বর ক্যাম্প থেকে ‘এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-