ডেস্ক রিপোর্ট :
আত্মসমর্পণকারী ইয়াবা কারবারী ও গডফাদররা সাধারণ ক্ষমার আওতায় আসবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দোষ স্বীকার করে আত্মসমর্পন করলে ইয়াবা কারবারিদের আইনি সহায়তা দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের প্রচলিত আইনে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিচার হবে। ইয়াবা কারবারি ও তাদের স্বজনদের সম্পদ দুদুক ও এনবিআরের মাধ্যমে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশের মাধ্যমে আগামীকাল কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করবে দেশের শীর্ষ ইয়াবা কারবারি ও গডফাদাররা। টেকনাফ পাইলট স্কুল মাঠে সকাল ১০টায় এই আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হবে। পুলিশের আইজিপি জাবেদ পাটওয়ারীও এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সূত্র – যমুনা টিভি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-