গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
টেকনাফের উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বোঝাই একটি গাড়ি দূর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
১৭ ফেব্রুয়ারী বিকাল ৩টায় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী মেরিন ড্রাইভ সড়ক ঘাট এলাকা হতে মাছের ভাঁড় নিয়ে সড়ক অতিক্রম করার সময় দক্ষিণ লম্বরীর মৃত আব্দুল মোতালিবের পুত্র আবদু রহমান (৫৫) কে নিরাপত্তা বাহিনীর সদস্য বোঝাই টেকনাফ হতে আসা কক্সবাজারগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়
এরপর নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং টেকনাফ মডেল থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সমঝোতার করার লক্ষ্য নিয়ে আলাপ-আলোচনা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-