এনজিও কর্মকর্তার পকেটে ইয়াবা

ডেস্ক রিপোর্ট – নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুক্রবার রাতে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ২১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, বসতি এনজিও’র ম্যানেজার আব্দুল ওহাব বাবুল, আরমান হোসেন মামুন, ফোরকান আলী ফকির, আনোয়ার হোসেন রিংকু।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিরজাপুর ও মুছাপুর ইউপিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে।