সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
রাত পোহালেই ২৩ ফেব্রুয়ারি (শনিবার) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। ৬০৩ জন ভোটার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট দেবেন। এ বার নতুন গঠনতন্ত্র অনুযায়ী জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলবে। প্রতিবারের মতো কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করবেন ৩৪ জন প্রার্থী। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত পৃথক দুইটি প্যানেল পৃথকভাবে প্রতিদ্ধন্ধিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহজাহান জানান, ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন হবে। মোট ভোটারের সংখ্যা ৬০৩ জন। প্রবিারের মতো সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ভবনে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দুই কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত ৪৭ জন আইনজীবী ভোট দিবেন চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। অবশিষ্ট ৫৫৬ জন আইনজীবী জেলা আইনজীবী সমিতি ভবনের দু’তলায় ভোট দিবেন।
একদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি পদে এডভোকেট জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট এস.এম শাহিনুল হক, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট আরিফুল মোস্তফা, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শওকত বেলাল, ৯ টি নির্বাহী সদস্য পদে এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট মাহবুবর রহমান, এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দিন, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, এডভোকেট মাহামুদুল হক, শহীদুল্লাহ ফরহাদ ও মো. মহিউদ্দিন।
অপরদিকে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট মোস্তাক আহামদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ সভাপতি পদে এডভোকেট হোছাইন আহামদ আনসারী, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট ফিরোজুল আলম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট আবদুর রহমান, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পদাক পদে এডভোকেট আবদুর রশিদ, নির্বাহী সদস্য পদে এডভোকেট এস.এম নুরুল ইসলাম, এডভোকেট সব্বির আহামদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট ফারুক ইকবাল, এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান, এডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মঈনুল আমিন, এডভোকেট মোহাম্মদ কলিম উল্লাহ ও এডভোকেট মিজানুর রহমান ভূট্টো।
নির্বাচন উপলক্ষে ভোটাররা নানা হিসেব নিকেষ কষতে শুরু করেছেন। কয়েকজন নবিন আইনজীবী বলেন, এবার ভোটাররা স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং ন্যায় পরায়ন প্রার্থীদের প্রাধান্য দেবেন। আইনজীবী এবং সমিতির স্বার্থ রক্ষা বিপদে-আপদে কাছে পায় এমন প্রার্থীদের প্রধান্য দেবেন ভোটাররা এ মত দেন উক্ত আইনজীবীরা।
নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ শাহাজাহানকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও এডভোকেট মুহাম্মদ বাকের কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট নুর উল আলম, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ ও এডভোকেট সিরাজ উল্লাহ’কে নির্বাচন কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-