সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
সভাপতি পদে এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ধন্ধি মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ২৫৪, ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে মো. ছাদেক উল্লাহ ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ধন্ধি কফিল উদ্দীন চৌধুরী পেয়েছেন ২৬৬ ভোট, সহ-সভাপতি পদে হোসাইন আহমদ আনসারী ২৭৯ ভোট পেয়ে জয় হয়েছেন, নিকটতম প্রতিদ্ধন্ধি মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন, ২৬৫ ভোট, সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) ৩০২ ভোট বিজয়ী হয়েছেন, নিকটত প্রতিন্ধন্ধি আখতার উদ্দীন হেলাল পেয়েছেন ২৫৪ ভোট, সাহ-সাধারণ সম্পাদক (সাধারণ) মো. ফিরোজুল আলম ফিরোজ ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্ধন্ধি এস এম শাহিনুল হক পেয়েছেন ২৫৯ ভোট, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মো. সাইফুদ্দিন ও আব্দুর রহমান ২৭৭ ভোট সমান সমান হয়েছেন, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট আরিফুল মোস্তফা ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ধন্ধি পেয়েছেন ২৭৪ ভোট, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রশিদ ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন , নিকটম প্রতিদ্ধন্ধি শওকত বেলাল পেয়েছেন ২৬৭ ভোট।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন ৩১৭ ভোট, এডভোকেট এস.এম নুরুল ইসলাম ৩০৩ ভোট, এডভোকেট সব্বির আহামদ ৩০১ ভোট, এডভোকেট মঈনুল আমিন ২৯১ ভোট, এডভোকেট মোহাম্মদ কলিম উল্লাহ ২৮৮ ভোট ও এডভোকেট মিজানুর রহমান ভূট্টো ২৯১ ভোট, আমজাদ হোসেন ২৭৫ ভোট, আব্বাছ উদ্দীন ২৭১ ভোট ও বদিউল আলম সিকদার ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-