কক্সবাজারে এসিডদগ্ধ এক যুবকের লাশ উদ্ধার

শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের হরিপুরের পশ্চিমে পুর্ব ইউছুপের খীল এলাকার একটি পাহাড় থেকে এসিড দগ্ধ অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানিয়েছে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারাও ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

সদর সার্কেল আদিবুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন খন্দকার,এসআই সনজিত চন্দ্র নাথ,এএসআই লিটনুর রহমান জয় সহ অন্যন্যারা পৌঁছলে লাশটি উদ্ধার পুর্বক সুরহতাল রিপোর্ট তৈরি করা হয়।

ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আরো বলেন প্রাথমিক ভাবে লাশের শরীরে এসিডদগ্ধ চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এমন ঘটনাটি ঘটিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত পিবিআইয়ের ইনচার্জ পুলক বড়ুয়ার নেতৃত্বে লাশটি উদ্ধার করা হচ্ছে