ডেস্ক রিপোর্ট – কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। চার দিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান। এর পরপরই তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, হেনরিয়েটা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি কক্সবাজারে অবস্থানকালে উখিয়া ও টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে তিনি নির্যাতিত রোহিঙ্গা নারী,শিশুদের সাথে সময় কাটাবেন। এছাড়া তিনি কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন আইএনজিও কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন।
তিনি ২৬ ফেব্রুয়ারি ঢাকায় রওনা দিবেন। সেখানে সরকারের উচ্চপর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।
বাংলাদেশ সফরের আগে গত জানুয়ারিতে ইউনিসেফ প্রধান নির্বাহী হেনরিয়েটা মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই কোনো ইউনিসেফের প্রধানের মিয়ানমার সফর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-