টেকনাফে মাদক-জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পুলিশ সুপার মাসুদ হোসেন

আড়ালে থাকা মাদক কারবারীদেও নির্মুল করা হবে: বাঁচতে চাইলে দোষ স্বীকার করুন

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :

টেকনাফে মাদক-জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ইয়াবা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেছেন, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, যদি নিজেকে সংশোধন করতে চান নিজের জীবন বাঁচাতে চান, সুষ্ঠুভাবে সমাজে বসবাস করতে চান, সম্মানজনক ভাবে বসবাস করতে চান, নিজের দোষ স্বীকার করুন এবং ভাল হয়ে যান।

মাদক ব্যবসাকে কোনভাবে প্রশ্রয় দেয়া হবে না উল্লেথ করে তিনি বলেন রাষ্ট্র গুটি কয়েক লোকের কাছে কখনো আত্মসমর্পন করবে না। যারা ইয়াবা ব্যবসা করবে তাদের ধ্বংস অনিবার্য। পুলিশের কাছে যাও, নিজের দোষ স্বীকার করো নিজেকে শুদ্ধ করো মাদক বিরোধী ভুমিকা পালন করো, যদি না করো তাহলে ধ্বংস হয়ে যাবে।

২৭ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪টায় উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় মাঠে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন এই জেলায় ৫৫ জন লোক ক্রসফায়ারে মারা গেছে যার মধ্যে ৫৩ জন টেকনাফের। আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হোক। তিনি বলেন যারা মারা গেছে তার সম্পদ কোন কাজে আসতেছেনা।

ধর্মের কথা উল্লেখ করে তিনি বলেন মাদক ব্যবসায়ীরা এই দুনিয়াতে ঘৃনিত ব্যক্তি হিসাবে পরিচিত হচ্ছেন আবার পরকালেও কোন কিছু পাবেন না। মাদক সম্পর্কে এই এলাকায় ভুল ধারনা আছে উল্লেখ করে তিনি বলেন সেটা হচ্ছে মাদক ব্যবসাকে খারাপ মনে না করা। যদি খারাপ মনে করতো তাহলে ৫ওয়াক্ত নামাজ পড়ে ইয়াবা ব্যবসা করতো না। এই ভুল ধারনা পাল্টাতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন একজন হাফেজ সম্প্রতি আত্মসমর্পন করেছে। অকপটে সবকিছু স্বীকার করেছে। তিনি কিভাবে কোন কোন প্রক্রিয়ায় ইয়াবা পাচার করতেন। এই সময় তিনি আরো বলেন অত্র এলাকার কোন নিরপরাধ লোক হয়রানীর স্বীকার হলে তার সঠিক তথ্য আমাদেরকে দেবেন। সেটা অবশ্যই আমরা ভেরিফাই করে ব্যবস্থা গ্রহন করব।

হুন্ডি চক্রের কথা উল্লেখ করে তিনি বলেন এখানে আরেকটা চক্র আছে যারা ইয়াবা ব্যবসায়ীদের সহযোগী। তাদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন যদি বেঁচে থাকতে চান তাহলে কক্সবাজার থেকে এই ব্যবসা ছেড়ে চলে যান, টেকনাফ ছেড়ে চলে যান। ইয়াবা আর হুন্ডি ব্যবসা করবেন আবার টেকনাফে বসবাস করবেন সেটা অসম্ভব। যদি আমরা থাকি আপনাকে চলে যেতে।

স্থানীয় ইউপি মেম্বারদের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি আপনার আশেপাশের কোন লোক ইয়াবা নিয়ে পুলিশের অভিযানে গ্রেফতার হয় তাহলে আপনাদের কোমড়ে দড়ি পড়বে। কারন এই ব্যর্থতা আপনাদের। অত্র এলাকায় কারা কারা মাদক কারবারে জড়িত তা আপনার জানা থাকবে না তাতো হতে পারেনা। হয় আপনারা তাকে সহযোগীতা করেছেন নাহয় নিজে জড়িত রয়েছেন।

বক্তব্যে শেষে তিনি বলেন আমরা আপনাদের সহযোগীতা চাই। আমরা আপনাদের নিয়ে কমিটি করবো। সেই কমিটিতে যাদের কোন বদনাম নেই তারা কমিটিতে থাকবেন। আপনাদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক কমিটি করে মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাইয়ান বলেন, সমাজের গুটি কয়েক মাদক ব্যবসায়ীর জন্য সবাই দায়ভার নিতে পারেন না। তাই মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানানোর আহবান জানান।
সভাপতির বক্তব্যে ওসি প্রদীপ কুমার দাশ বলেন,গত কয়েক মাসের মধ্যে পুলিশ সদস্যদের কঠোর অভিযানে অনেক শীর্ষ ইয়াবা কারবারী নিহত হয়েছে। আবার ইয়াবা কারবারে জড়িত অনেক গডফাদার আকাশ থেকে মাটিতে নেমে এসে আত্বসমর্পন করতেও বাদ্য হয়েছে।

তিনি কঠোর হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন,
এখনো যারা ছদ্মবেশে ভদ্রতার আড়ালে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন সবার তথ্য পুলিশের কাছে আছে। চলমান অভিযান থেকে কেউ রেহাই পাবেন না।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, মাদকের এই বদনাম মাথান নিয়ে আমরা আর বেঁচে থাকতে চাই না, তাই বলছি এখনো সময় আছে আসুন মাদক কারবারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ দোলা বলেন, এখনো সময় আছে আপনারা চুপটি মেরে বসে না থেকে মুখ খুলুন, ইয়াবা কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায় মাদকের বিরুদ্ধে সচেতনতা মুলক বক্তব্য তুলে ধরুন।

নয়াপাড়া নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত জানান, ক্লাসে এখন প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে সচেতনতা মুলক নির্দশনা দেওয়া হয়। ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল নাহিদ আদনান তাইয়ান। বক্তব্য রাখেন সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলা, নয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন শরীফ মেম্বার ও মৌলভী মাহবুর রহমানসহ অত্র এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।