ডেস্ক রিপোর্ট – গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে ৪৫টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটক দ্বীন ইসলাম শরিয়তপুরের নড়িয়া থানার বিজারী বাজার এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।
বাসন থানার এসআই আলী জিন্নাহ জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি মাদক মামলার এক আসামিকে ইয়াবা দিতে যান দ্বীন ইসলাম। এ সময় কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে কারারক্ষীরা। পরে কারা কর্তৃপক্ষ ইয়াবাসহ আটক দ্বীন ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-