সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ১০ প্রার্থী

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুণ: তফসিল ঘোষানার পরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ৭ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনেও নির্বাচন উপলক্ষে নির্বাচন অফিস খোলা থাকার সুবাধে নতুন করে এসব প্রার্থীরা মনোনয়ন সংগ্রন করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত কায়সারুল হক জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা সেলিম আকবর ও আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছিলো। বর্তমানে সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানকারীর সংখ্যা দাঁড়ালো ১০ প্রার্থী।

নতুন করে যারা মনোনয়পত্র নিলেন তারা হলেন, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা শ্রমিক দলের সভাপতি ও বিএনপি নেতা, রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, জালালাবাদের বর্তমান চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুল করিম (মাদু), জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ (জয়)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা।

গত ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একে এম মোজাম্মেল হকের সুযোগ্য পুত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শ্রমিক নেতা সেলিম আকবর।

চেয়ারম্যান প্রার্থী কক্সবাজার পৌরসভার সাবেক ৪ বারের চেয়ারম্যান নুরুল আবছার শহরের টেকপাড়ার বাসিন্দা। সোহেল জাহান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এজেডএম শাহাজাহান চৌধুরী (লুতু মিয়া)-এর সস্তান এবং ঈদগাঁও জাগিরপাড়ার বাসিন্দা। রফিকুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক ২ বারের কাউন্সিলর ও বাহারছড়ার বাসিন্দা। ইমরুল হাসান রাশেদ,বর্তমান চেয়ারম্যান ও জালালাবাদের বাসিন্দা। আবু তালেব, বর্তমান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। মাহামুদুল করিম মাদু, বর্তমান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। ইসতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রালীগের সভাপতি। মনোয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় আগামী ৪ র্মাচ পর্যন্ত অব্যাহত রয়েছে।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন।

তারা হলেন- তরুণ আওয়ামী লীগ নেতা কাজী রাসেল আহম্মদ নোবেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, ব্যবসায়ী আবদুর রহমান, কাইয়ুম উদ্দীন, রশিদ মিয়া, হাসান মুরাদ আনাচ ও মো. কামাল উদ্দীন (কামাল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়াম্যান হেলেনাজ তাহেরা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ ও মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা হামিদা তাহের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা বলেন, সদরের প্রতিটি কেন্দ্রে ইভি এমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নতুন শিডিউল অনুযায়ী মনোয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ৪ মার্চ, প্রার্থীতা যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কার্যালয়, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ছাড়াও নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েভসাইডেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।

প্রসঙ্গত:, কক্সবাজার সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে (ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডি, খুরুশকুল, পিএমখালী ও ঝিলংজা) ভোটার সংখ্য- ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন।