আমি অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই -জিএম জাহাঙ্গীর আলম

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিএম জাহাঙ্গীর বলেছেন, আমি তৃণমূল মানুষের সেবা করার লক্ষেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহন করছি। আমার রাজনীতির লক্ষ্যই হচ্ছে অসহায় গরীব-দুঃখী মানুষের সেবা করা। আমি অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। উপজেলা পরিষদের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়ে উপজেলা পরিষদকে একটি জনবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

তিনি জনসাধারনকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা আমার পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। আমি কথা দিলাম উখিয়া উপজেলার মানুষের দুঃখ লাঘবে আমি কাজ করে যাব।

গণসংযোগকালে তাকে এক নজর দেখতে বিভিন্ন এলাকার বয়ো-বৃদ্ধরা।

জিএম জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া গ্রামের সম্ভ্রান্ত মাতবর পরিবারে জন্মগ্রহণ করেন।

মহান মুক্তিসংগ্রামে দেশমাতৃকার তরে জীবন বিসর্জন দিয়েছেন তারই আপন জেঠা শহীদ এটিএম জাফর আলম। বাংলাদেশ মন্ত্রী পরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলমের ভাতিজা ও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর মেয়ের জামাই।

গণসংযোগকালে তাকে এক নজর দেখতে এসে হাস্যোজ্জ্বল মুখে বুকে টেনে নিচ্ছেন বয়ো-বৃদ্ধরা

তিনি দীর্ঘদিন ধরে অবহেলিত শ্রমিক জনতার ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন সময় সংগ্রাম করে সব শ্রেনী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। সততা, দক্ষতা ও সাহসিকতা জাহাঙ্গীরের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

আসন্ন উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উখিয়ার ছাত্র-যুবসমাজ ও সাধারণ জনগনের মধ্যে ব্যাপক সাড়া এবং উৎসাহ দেখা দিয়েছে। পালটে শুরু করেছে ভোটের হিসাব-নিকাশ।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনিই জণগনের ভোটে নির্বাচিত হবেন এমনটি মনে করছে স্থানীয় ভোটাররা।

আরও খবর