এম. বেদারুল আলম :
উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার সদরে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চেয়ারম্যান প্রার্থী। প্রথম তপশীলে মাত্র ২ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও গতকাল ৩ মার্চ পর্যন্ত চেয়ারম্যান পদে আরো ৯ জন যোগ হয়ে ১১ জনের ঘরে পৌছেছে। পুনঃতপশীল অনুযায়ি আজ ৪ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। ফলে প্রার্থীর তালিকা আরো দীর্ঘ হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।
তবে গতকাল নতুন করে সদরের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম বাহাদুর ও অপর ৩ প্রার্থী মনোননয়ন সংগ্রহ করেছেন তারা সকলে মাঠের পরিচিত মুখ আওয়ামী পরিবারের লড়াকু সৈনিক। আগের ১০ প্রার্থীর সাথে গতকাল তালিকায় যোগ হওয়া প্রার্থীসহ অপরাপর প্রার্থীরা হলেন সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মাহাদুল করিম মাদু এবং জেলা ছাত্রলীগের সভাপতি রাজনৈতিক পরিবারের সন্তান ইসতিয়াক আহমেদ জয়।
২৬ ফেব্রয়ারি প্রার্থী ছিল ২ জন। দলের মনোনীত জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রয়াত জেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হকের পুত্র কায়সারুল হক জুয়েল এবং ঈদগাও হুদাইবাড়ির ব্যবসায়ি সেলিম আকবর। তালিকায় নতুন তপশীলে সুযোগ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরো ৫ জন।
এরা হলেন সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক পৌর কাউন্সিলর জেলা শ্রমীকদলের সভাপতি রফিকুল ইসলাম , জেলা পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জেলা জাতীয় পার্টির নেতা অধ্যাপক আতিকুর রহমান ,জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইমরুল রাশেদ। পাশাপাশি গতকাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে আগের ৩ জন মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীতা বহাল রেখেছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী পরিবারের সন্তান কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাশেল আহমেদ নোবেল, মুক্তিযোদ্ধা প্রয়াত রাজা মিয়ার পুত্র ছোটন রাজা, ঝিলংজার হাজি পাড়ার রশিদ মিয়া, সাংবাদিক ব্যবসায়ি আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ মুর্শেদ, কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, হাসান মুরাদ আলম, আমজাদ হোসেন প্রমুখ।
সদরে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথম তপশীলে যে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তারাই বহাল রয়েছেন। প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, জেলা যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের।
নতুন তপশীল অনুযায়ি আজ ৪ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন , বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ , বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ১৪ মার্চ এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।
এদিকে প্রথম তপশীলে চেয়ারম্যান পদে মাত্র ২ জন প্রার্থী থাকলেও পুনঃঘোষিত তপশীলে প্রার্থীর ঢল নেমেছে। মাত্র ৫ দিনের ব্যবধানে ১০ জন প্রার্থী নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় ভোটের সমীকরণ পাল্টে যাচ্ছে। যদিও আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বাইরে দল থেকে কোন বিদ্রোহী প্রার্থী থাকলে ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিয়েছিল তা বাস্তবে কক্সবাজার সদরে কতটুকু বাস্তবায়ন হয় তা সময় বলে দেবে। যারা প্রার্থীতা জানান দিয়েছে তাদের অধিকাংশ প্রার্থী সরকার দলের পরিচিত এবং পদবীধারী নেতা হওয়ার কারনে ভোটাররা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বিশেষ করে অনেক প্রার্থীর নিজস্ব এলাকায় ভোট ব্যাংক থাকায় তারা ও আশায় বুক বাঁধছেন নিজেদের শতভাগ জয়ের ব্যাপারে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত যদি সকলে ভোট করার পক্ষে যায় তাহলে কক্সবাজার সদরে অংশগ্রহণমূলক নির্বাচন উপভোগ করবে ভোটাররা।
দল যদি একক প্রার্থী দিয়ে ভোটের ব্যাপারে অনড় থাকে তাহলে জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীদের সাথে প্রতিদ্বন্ধিতা হবে দলীয় প্রার্থীর সাথে। এ ক্ষেত্রে কে শেষ পর্যন্ত জয়মাল্য ছিনিয়ে নেয় তার জন্য ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-