কনক বড়ুয়া, উখিয়া :
উখিয়ার মরিচ্যা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হলদিয়া পালং ইউনিয়নের এই ব্যস্ততম মরিচ্যা বাজারের ছন বাজারে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উখিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জহির বলেন, উখিয়ার মরিচ্যা বাজারের ছনের আড়ৎ এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি টিমের ৩০জন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার কারন জানতে চাইলে পথচারীরা যাওয়ার সময় সিগারেট খেয়ে ছনের আড়ৎ এ ছুড়ে ফেলায় সিগারেট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানান।
এদিকে ছনের আড়ৎ এর মালিক মোস্তাক সওদাগর জানান, তার ব্যবসার সবকিছুই অগ্নিকান্ডে ক্ষতি হয়ে গেছে। আরো বলেন, যা ক্ষতি হয়েছে তার পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-